You dont have javascript enabled! Please enable it! 1975.05.28 | জাতীয় দল নেতাদের সাথে সাক্ষাৎ | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

জাতীয় দল নেতাদের সাথে সাক্ষাৎ

ঢাকা ত্যাগের আগে যুগােশ্লাভ প্রতিনিধিদলের নেতা মি: স্টোভান এণ্ডভ গতকাল মঙ্গলবার সকালে জাতীয় দলের কার্যালয়ে দলের নেতৃবৃন্দের সাথে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন।
সাক্ষাতের সময় ঢাকায় অবস্থানরত যুগােশ্লাভিয়ার রাষ্ট্রদূত মি: ডিজেন কোস্টিক, যুগােশ্লাভিয়াস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব এম রশিদ আহমেদ উপস্থিত ছিলেন। জাতীয় দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জনাব জিল্লুর রহমান এম পি. জনাব আবদুর রাজ্জাক এম পি ও জনাব মুস্তফা সারওয়ার প্রমুখ।

কৃষিমন্ত্রী সকাশে
গতকাল সকালে প্রতিনিধি দল কৃষিমন্ত্রী জনাব আবদুস সামাদ আজাদের সাথে সাক্ষাৎ করেন। তাঁরা উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলােচনা করেন। কৃষিমন্ত্রী যুগােশ্লাভ প্রতিষ্ঠান গােয়েটেকনিক কর্তৃক উত্তরাঞ্চলে যে সব গভীর নলকূপ স্থাপন করা হচ্ছে সেগুলাের অসুবিধার কথা জানান।
প্রতিনিধিদলের নেতা মি: এ্যাণ্ডক বাংলাদেশের কৃষি উন্নয়নে তাঁদের সম্ভাব্য সাহায্য সম্পর্কে আশ্বাস দেন।

সূত্র: বাংলার বাণী, ২৮ মে ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত