ঢাকায় ১২টি আধুনিক শপিং সেন্টার নির্মিত হবে
রাজধানী ঢাকা শহরে বারটি আধুনিক শপিং সেন্টার ও সবজি বাজার নির্মাণের জন্যে ঢাকা উন্নয়ন সংস্থা (ডি,আই.টি) একটি পরিকল্পনা নিয়েছে।
প্রতিটি সেন্টার ও বাজার নির্মাণের জন্য ত্রিশ লাখ থেকে এক কোটি টাকা ব্যয় হবে। কনসালটিং এজেন্সী কর্তৃক-এর সম্ভাব্যতা পরীক্ষার পর আগামী অর্থবছরে এই প্রকল্পের কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বাসস এই খবর পরিবেশন করেছে।
ওই সূত্র আরাে জানিয়েছে যে, এই সেন্টারের জন্যে প্রকৌশলীগণ ইতােমধ্যে পরিকল্পনা ও নকশা প্রণয়নের কাজ শুরু করেছেন। এই সেন্টারগুলােতে প্রায় ৩ হাজার ৬শ’ দোকান থাকবে। এর মধ্যে ১ হাজার ৮শ’ ৭১টি সবজি বাজার এবং অবশিষ্টগুলাে শপিং সেন্টারের জন্য।
সেন্টারের ভবনগুলাে বহুতলা বিশিষ্ট হবে এবং এর কোনাে কোনােটি তিন থেকে বারাে তলা পর্যন্ত হবে। প্রতিটি ভবনেই আধুনিক সুযােগ সুবিধার ব্যবস্থা থাকবে।
এই শপিং সেন্টারগুলাে পােস্তগােলার শিল্প এলাকা, নর্থ সাউথ রােড (রমনা ভবনের সাথে), নবাব ইউসুপ মার্কেটের নিকটে, টুয়েনবী সার্কুলার রােড, মালীবাগ, গুলশান, বনানী, কাওরান বাজার এবং উত্তরা উপ শহর এলাকায় নির্মাণ করা হবে।
সূত্র: বাংলার বাণী, ২৮ মে ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত