You dont have javascript enabled! Please enable it!

যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক সমাপ্ত

বাংলাদেশ, যুগােশ্লাভিয়া যৌথ অর্থনৈতিক কমিশনের প্রথম বৈঠক গতকাল সােমবার সমাপ্ত হয়েছে। গত পাঁচদিন কমিশনের দু’টো পূর্ণাঙ্গ অধিবেশন ও কয়েক দফা সরকারী পর্যায়ে আলােচনা হয়েছে। গতকাল সােমবার যৌথ কমিশনের চেয়ারম্যান উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে কমিশনের সমাপ্তি অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশন চলে প্রায় আড়াই ঘণ্টা। খবর দিয়েছেন বাসস।
সমাপ্তি অধিবেশনে বাংলাদেশের পক্ষে বাণিজ্য ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী খন্দকার মুশতাক আহমদ, যুগােশ্লাভিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব এম, রশীদ আহমদ, এবং উচ্চপদস্থ সরকারী কর্মকর্তারা যােগদান করেন।
যুগােশ্লোভিয়ার ফেডারেল নির্বাহী পরিষদের সদস্য ও প্রতিনিধিদলের নেতা স্টোজান এনডভ, বাংলাদেশে নিযুক্ত যুগােশ্লাভ রাষ্ট্রদূত ড. কস্টিক এবং প্রতিনিধিদলের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
অধিবেশনে উভয়পক্ষ দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযােগিতা এবং কক্সবাজার পর্যটন কেন্দ্রসহ কয়েকটি নতুন প্রকল্প পর্যালােচনা করেন।

সূত্র: বাংলার বাণী, ২৭ মে ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!