You dont have javascript enabled! Please enable it!

শােষণের অবসানই দ্বিতীয় বিপ্লবের লক্ষ্য: জিল্লুর

দ্বিতীয় বিপ্লবকে সাফল্যমণ্ডিত করে তােলার জন্যে বাকশাল নেতা জনাব জিল্লুর রহমান এমপি মিল ও কলকারখানায় শ্রমিকদেরকে সংঘবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। খবর বাসস’র।
গত শনিবার দারুল ফজল মার্কেটে বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের চট্টগ্রাম শাখার শ্রমিকদের উদ্দেশ্যে এক বক্তৃতায় জনাব জিল্লুর রহমান বলেন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেহনতী জনগণের ওপর থেকে সর্বপ্রকার শােষণের অবসান ঘটাতে প্রতিজ্ঞ। এ উদ্দেশ্যেই বঙ্গবন্ধু দ্বিতীয় বিপ্লব শুরু করেছেন। তিনি বলেন, অর্থনৈতিক মুক্তির মাধ্যমেই এ বিপ্লবের সার্থকতা। বাকশাল নেতা বলেন, একটা সুষ্ঠু শ্রমনীতি প্রণয়নের চেষ্টা চলছে। এই শ্রমনীতিতে শ্রমিকদের মৌলিক অধিকার অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
দেশপ্রেমের উদ্যম নিয়ে অধিক উৎপাদন করে দেশের সম্পদ বাড়ানাের জন্যে জনাব জিল্লুর রহমান শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

সূত্র: বাংলার বাণী, ২৬ মে ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!