You dont have javascript enabled! Please enable it! 1975.05.26 | রাজবাড়িতে সােনার দোকান লুট | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

রাজবাড়িতে সােনার দোকান লুট

আজ রাত সােয়া ৮টায় রাজবাড়ি শহরের একটি স্বর্ণালংকারের দোকান থেকে কতিপয় দুস্কৃতিকারী রিভলবার ও স্টেনগান উঁচিয়ে নগদ টাকা ও সােনাসহ প্রায় ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
দুস্কৃতিকারীরা শেখ আবদুল ওহাবের দোকানে এসে সােনার দাম দর করতে করতে হঠাৎ
ব্যাগ থেকে স্টেনগান ও রিভলবার বের করে দোকানীর দিকে তাক করে এবং সব মালামাল তাদের হাতে অর্পণ করতে বলে। প্রাণের ভয়ে দোকানী সবকিছু তাদের হাতে তুলে দেন। ওরা প্রথমে আসে ২ জন। পরে আস্তে আস্তে সংখ্যা বাড়ে। সােনা ও নগদ টাকা নিয়ে রাস্তায় নামার পর ওরা ফাঁকা গুলির আওয়াজ করে।
ঘটনার অব্যবহিত পরে মহকুমা প্রশাসক ও মহকুমা পুলিশ অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেন। জোর তদন্ত চলছে।

সূত্র: বাংলার বাণী, ২৬ মে ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত