You dont have javascript enabled! Please enable it!

বাংলা-যুগােশ্লাভিয়া সংস্কৃতিক চুক্তি

বাংলাদেশ ও যুগােশ্লাভিয়া গতকাল রােববার ছয় বছর মেয়াদী একটি শিক্ষা ও সংস্কৃতি সহযােগিতা চুক্তি স্বাক্ষর করেছে।
সমাজকল্যাণ, সাংস্কৃতিক ও ক্রীড়া মন্ত্রী অধ্যাপক ইউসুফ আলী এবং যুগােশ্লাভিয়ার অর্থনৈতিক প্রতিনিধিদলের নেতা মি: স্টোজান এগুভ দুই সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর দান করেন।
চুক্তির অধীনে প্রতিনিধি দল বিনিময়, প্রদর্শনী অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযােগিতার মাধ্যমে শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সহযােগিতা করার ব্যবস্থা রয়েছে।
এই চুক্তির অধীনে উভয় দেশ ছাত্র, শিল্পী, বিজ্ঞান ও কারিগরী বিশেষজ্ঞদের বৃত্তি প্রদান এবং বিশ্ববিদ্যালয় ও জাদুঘরে গবেষণা কাজে সহায়তা করবে। এ ছাড়া রেডিও, টেলিভিশন ও চলচ্চিত্রের ক্ষেত্রে সহযােগিতা এবং উভয় দেশের ভাষা সাংস্কৃতিক সাহিত্য বিজ্ঞান ও কারিগরী ক্ষেত্রে গবেষণা উন্নয়নের ব্যবস্থাও চুক্তির মধ্যে রয়েছে।

সূত্র: বাংলার বাণী, ২৬ মে ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!