You dont have javascript enabled! Please enable it! 1975.05.23 | ৪ঠা জুন বাংলাদেশকে সাহায্যকারী কনসাের্টিয়ামের বৈঠক বসছে- সাহায্য লাভের উজ্জ্বল সম্ভাবনা | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

৪ঠা জুন বাংলাদেশকে সাহায্যকারী কনসাের্টিয়ামের বৈঠক বসছে
সাহায্য লাভের উজ্জ্বল সম্ভাবনা

বাংলাদেশকে সাহায্যকারী এইড টু বাংলাদেশ কনসাের্টিয়াম-এর বৈঠক আগামী ৪ঠা ও৫ই জুন প্যারিসে অনুষ্ঠিত হবে। আগামী অর্থ বছরের জন্যে বাংলাদেশ ১৪০ কোটি ডলার অর্থ সাহায্যের অনুরােধ জানিয়েছেন। কনসাের্টিয়ামের বৈঠকে এই অনুরােধ বিবেচনা করা হবে। খবর এনার।
বাংলাদেশের চাহিদা পূরণ সম্পর্কে আশাবাদ প্রকাশ করে এখানকার বিশ্ব ব্যাংক সূত্র আভাস দিয়েছেন যে, নবজাত রাষ্ট্রের অর্থ চাহিদা মেটানাের ব্যাপারে দাতাদেশগুলাের মধ্যে অনেকটা মতৈক্য সৃষ্টি হয়েছে। সূত্র আরাে জানিয়েছে, বাংলাদেশকে প্রকৃতপক্ষে কতদূর দায় পরিশােধের (ব্যালান্স অব পেমেন্ট) সমর্থন দেওয়া প্রয়ােজন তা নিরূপণের প্রশ্নে দাতাদের মধ্যে কিছুটা মত পার্থক্য ছিল।
ঢাকা কর্তৃক সম্প্রতি বাংলাদেশের মুদ্রার মূল্য পুন: নির্ধারণের কথা উল্লেখ করে বিশ্বব্যাংক সূত্র বলেন, এই সময়ােচিত পদক্ষেপ বাংলাদেশে অর্থ লগ্নীর ব্যাপারে দাতা দেশগুলােকে উদ্বুদ্ধ করার পক্ষে প্রয়ােজনীয় পরিবেশ সৃষ্টিতে সহায়ক হবে।
বিশ্বব্যাংক সূত্র আশা প্রকাশ করেন যে, নােট বাতিলের পর মুদ্রামূল্য পুনঃনির্ধারণ ব্যবস্থা শুধু বাংলাদেশের অর্থনীতিরই উন্নয়ন সাধন করবে না বরং গতবছর অক্টোবরে অনুষ্ঠিত কনসাের্টিয়াম বৈঠক যেসব আপত্তি তুলেছে বহুলাংশে সে সব আপত্তির অপনােদন করবে।
বিশ্বব্যাংক সূত্র উল্লেখ করেন যে, যা আশা করা গিয়েছিল গত বছরের কনসাের্টিয়াম বৈঠক বাংলাদেশকে তার চাইতে অনেক বেশী প্রতিশ্রুতি দিয়েছে। আগামী বছরের জন্য যে অর্থ প্রতিশ্রুতি দেওয়া হবে তার সম্ভাবনা অনেক বেশী উজ্জ্বল।
এইড টু বাংলাদেশ কনসাের্টিয়অমের অন্তর্ভুক্ত হচ্ছে ঐতিহ্যবাহী দাতা দেশসমূহ, গুটি কয়েক ওপেক (তেল রপ্তানী কারক দেশসমূহের সংস্থা) ভুক্ত দেশ এবং বেশ কিছু সংখ্যক নেতৃস্থানীয় আন্তর্জাতিক অর্থ সংস্থা।

সূত্র: বাংলার বাণী, ২৩ মে ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত