আড়াইহাজারে মিষ্টি আলুর ফলন ৫০ ভাগ কমে গেছে
এবারও আড়াইহাজার বৈদ্যের বাজার, নরসিংদী ও বাঞ্ছারামপুর থানার পল্লীতে মিষ্টি আলুর উৎপাদন বহুলাংশে হ্রাস পেয়েছে বলে এলাকার কৃষকদের সাথে যােগাযােগ করে জানা গেছে।
যে সব এলাকায় মিষ্টি আলুর উৎপাদন আশানুরূপ হয়নি সেগুলাের মধ্যে আড়াইহাজারের কালাপাহাড়িয়া, খাকান্দা, বিশনন্দী ও সদাসদী ইউনিয়ন, বৈদ্যের বাজারের বারুদী ও আনন্দ বাজার এলাকা, নরসিংদীর চরদিঘলদী ইউনিয়ন, করিমপুর ইউনিয়ন এবং বাঞ্ছারামপুরের শিবপুর, দশানী, বাহেরচর, কানাইনগর, কড়ইতলা, ছয়আনি, মরিচাকান্দি এলাকার নাম বিশেষভাবে উল্লেখ্য। এ সব এলাকায় শতকরা প্রায় ৫০ ভাগ উৎপাদন হ্রাস পেয়েছে বলে চাষীরা মত প্রকাশ করেছে। জানা গেছে এই এলাকার বিভিন্ন স্থানে প্রতি একরে মাত্র ৫০ থেকে ১০০ মণ মিষ্টি আলু উৎপন্ন হয়েছে। অথচ দুই বৎসর পূর্বেও একর প্রতি এর উৎপাদন ছিল ১৫০ থেকে ২৫০ মণ।
সূত্র: বাংলার বাণী, ২৪ মে ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত