বঙ্গবন্ধুর প্রতি থাের ধন্যবাদ
দক্ষিণ ভিয়েতনামের জাতীয় গণমুক্তি ফ্রন্টের প্রেসিডেন্ট মি: নগুয়েন হাে হাে রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে প্রেরিত এক বার্তায় বলেছেন, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে দক্ষিণ ভিয়েতনাম এবং বাংলাদেশের জনগণের সংহতি ও মৈত্রী গড়ে উঠবে। খবর দিয়েছেন বাসস।
মি: থথা দক্ষিণ ভিয়েতনামের অস্থায়ী বিপ্লবী সরকারের উপদেষ্টা পরিষদের সভাপতি। দেশকে সম্পূর্ণ মুক্ত করার লড়াই-এ দক্ষিণ ভিয়েতনামের জনগণের মহান বিজয়ে অভিনন্দন। জানিয়ে রাষ্ট্রপতি যে বার্তা পাঠিয়ে ছিলেন সে জন্যে মি: থাে বঙ্গবন্ধুকে ধন্যবাদ জানিয়েছেন।
সূত্র: বাংলার বাণী, ২৪ মে ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত