যৌথ কমিশনের আলােচনা চলছে
আগামী সপ্তাহে দুটি চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা
বাংলাদেশ ও যুগােশ্লাভিয়া আগামী সপ্তাহে সাংস্কৃতিক ও কারিগরি সহযােগিতা সম্পর্কিত দুটি পৃথক পৃথক চুক্তি স্বাক্ষর করবে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
উক্ত সূত্র জানায় যে, আগামী রােববার সাংস্কৃতিক সহযােগিতা চুক্তি ও আগামী সােমবার কারিগরি সহযােগিতা চুক্তি স্বাক্ষরিত হবে। যুগােশ্লাভিয়া ফেডারেল এক্সিকিউটিভ কাউন্সিলের বাংলাদেশ সফররত সদস্য মি: স্টোজান এণ্ডভ তার সরকারের পক্ষ থেকে এই চুক্তিতে স্বাক্ষর করবেন।
এদিকে বাংলাদেশ-যুগােশ্লাভিয়া যৌথ কমিশনের ৪টি সাব কমিটি গতকাল শুক্রবার সকালে সচিবালয়ে পৃথক পৃথক আলােচনা বৈঠকে মিলিত হন। বিভিন্ন বৈঠকে শিল্প, বাণিজ্য, বিদ্যুৎ, জ্বালানী ও কারিগরি সাহায্য ইত্যাদি বিষয়ে দুই দেশের মধ্যে সহযােগিতার ক্ষেত্র উদ্ভাবনের উপর আলােচনা অব্যাহত থাকে।
দীর্ঘক্ষণ স্থায়ী এই বৈঠকগুলাের শিল্প ও পর্যটনের ক্ষেত্রে যৌথ উদ্যোগের কিছু প্রস্তাব আলােচিত হয়। আলােচনা অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
সূত্র: বাংলার বাণী, ২৪ মে ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত