You dont have javascript enabled! Please enable it!

গােয়ালন্দে কৃষি বিপ্লব
জনগণ নতুন উদ্যমে কাজ করছে

বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবকে সার্থক করে তােলার জন্য গােয়ালন্দ মহকুমার জনসাধারণ, প্রশাসনিক কর্তৃপক্ষ এবং সরকারী কৃষি কর্মকর্তারা নতুন উদ্যমে উৎপাদন বাড়ানাের জন্য কর্মতৎপরতার পরিচয় দিয়ে চলেছেন। মহকুমার যে কয়েকটি কৃষিভিত্তিক প্রকল্প ইতােমধ্যেই গ্রহণ করা হয়েছে এবারের প্রকল্পটি তার চাইতে কিছুটা ভিন্ন ধরনের। গােয়ালন্দ থানার সর্বমােট ৩৮ হাজার একর জমির মধ্যে মাত্র ১৮ হাজার একর জমি চাষের আওতাধীন রয়েছে। বাকী ২০ হাজার একর জমির মধ্যে ১০ হাজার একর জমি সম্পূর্ণ নদীগর্ভে এবং অপর ১০ হাজার একর জমিতে বালি পড়ে থাকায় তা সম্পূর্ণ চাষের অযােগ্য হয়ে পড়েছে। লােক সংখ্যানুপাতে এই এলাকার চাষী জমিতে যে ফসল উৎপন্ন হয়ে থাকে তাতে মাত্র ৫ মাসের খােরাক হয়ে থাকে বলে বছরের অপর মাসগুলােতে খাদ্যাভাব থাকায় এখানকার জনগণকে দারুণ অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন হতে হয়। অপর দিকে এই এলাকায় গভীর নলকূপ বা পাওয়ার পাম্পের কোনাে সুযােগ না থাকায় কৃষিজীবীরা চাষাবাদে তেমন কোনাে সুবিধাও করে উঠতে পারে না। এজন্য সম্প্রতি এই থানার কৃষি অফিসার জনাব আবদুল মান্নান তার নতুন কার্যাভার গ্রহণ করে বিকল্প পথ হিসাবে জনসাধারণের সহযােগিতায় উক্ত এলাকায় প্রায় ৩ হাজার একর জমিতে আগামী রবি মৌসুমে চীনা বাদাম চাষের এক ব্যাপক ভিত্তিক কর্মসূচী প্রণয়ন করেছেন। এতে করে একদিকে অনাবাদী জমিগুলােও আবাদ হবে অপর দিকে এই এলাকার জনগণও অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন থেকে কিছুটা রেহাই পাবে। স্বনির্ভর হওয়ার জন্য এই এলাকার জনসাধারণের মধ্যে বেশ সাড়াও পরিলক্ষিত হয়েছে এবং তাদের এই সঠিক লক্ষ্যে পৌঁছার জন্য ..যাতে প্রয়ােজনীয় সারও বীজ পায় তারও আশু ব্যবস্থার দাবী জানিয়েছেন।

সূত্র: বাংলার বাণী, ২১ মে ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!