চুক্তি স্বাক্ষর বিশ্ব খাদ্য কর্মসূচী ৫৬,২৪০ টন গম দেবে
বাংলাদেশ বিশ্ব খাদ্য কর্মসূচীর (ডব্লিউ এফ পি) কাছ থেকে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচীর জন্য পনেরাে কোটি সতেরাে লাখ টাকা মূল্যের (এক কোটি একুশ লাখ মার্কিন ডলার) ৫৬,২৪০ মেট্রিক টন গম পাবে! এই মর্মে বাংলাদেশ ও বিশ্ব খাদ্য কর্মসূচীর মধ্যে গতকাল এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে স্বাক্ষর দেন বাংলাদেশ সরকারের পক্ষে পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আশরাফ উজ-জামান ও বিশ্ব খাদ্য কর্মসূচীর পক্ষে বাংলাদেশের জাতিসংঘ উন্নয়ন কর্মসূচীর আবাসিক প্রতিনিধি মি: এমইদগান।
সাহায্য ও পুনর্বাসন মন্ত্রণালয়ের সার্বিক দায়িত্বে এ প্রকল্প কার্যকরী করা হবে। এর ফলে ৭১টি কৃষিভিত্তিক প্রকল্পে প্রায় ১,২৪,০০০ শ্রমিক ও তাদের পােষকদের খাদ্য ও কাজের সংস্থান হবে।
আশা করা যায়, এ প্রকল্পের মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণ ও উন্নত ধরনের জল সেচের যে ব্যবস্থা করা সম্ভব হবে তাতে বছরে প্রায় ২০০,০০০ টন অতিরিক্ত খাদ্য উৎপাদন হবে।
সূত্র: বাংলার বাণী, ২১ মে ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত