You dont have javascript enabled! Please enable it!

পুঁজি বিনিয়ােগ বাের্ডের সভা অনুষ্ঠিত

শিল্পমন্ত্রী জনাব এ, এইচ এম কামরুজ্জামানের সভাপতিত্বে গতকাল বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত পুঁজি বিনিয়ােগ বাের্ডের ষষ্ঠদশ অধিবেশনে বিদ্যমান দু’টি ঔষধ প্রস্তুতকারী শিল্প প্রতিষ্ঠানের আধুনিকীকরণ ও সামঞ্জস্য বিধানের অনুমতি দেওয়া হয়।
এছাড়া একটি প্রতিষ্ঠানের সঙ্গে তৃতীয় পক্ষ সহযােগিতার মেয়াদ সম্প্রসারণের প্রস্তাব, একটি তালা প্রস্তুতকারী প্রতিষ্ঠান, একটি ফিল্ম প্রসেসিং ল্যাবরেটরী ও স্বাধীনতার পূর্বে ল্যাবরেটরী ও স্বাধীনতার পূর্বে ঋণ মঞ্জুরীকৃত একটি সিনেমা হলকে শিল্প ব্যাংক কর্তৃক পুন: ঋণ প্রদানের প্রস্তাবও অনুমােদিত হয়।
অধিবেশনে শিল্প বিভাগ, বন, মৎস্য ও পশুপালন বিভাগের সচিবগণ, বাংলাদেশ ক্ষুদ্র শিল্প সংস্থার চেয়ারম্যান, শিল্প …ও শিল্প ঋণ সংস্থার প্রধান এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সূত্র: বাংলার বাণী, ২০ মে ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত