আপনার বলিষ্ঠ সমর্থনে আমরা উপকৃত হয়েছি
বঙ্গবন্ধুর প্রতি সিহানুক
কম্বােডিয়ার রাষ্ট্রপ্রধান প্রিন্স নরােদম সিহানুক বাংলাদেশ ও কম্বােডীয় জনগণের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের তাৎপর্যময় উন্নতিতে সন্তোষ প্রকাশ করে গতকাল শুক্রবার রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে একটি বার্তা পাঠিয়েছেন। খবর বাসস’র।
বার্তায় সিহানুক বলেন, মাননীয় প্রেসিডেন্ট! আগ্রাসী সাম্রাজ্যবাদ ও তাবেদারদের বিরুদ্ধে আমাদের চূড়ান্ত বিজয় উপলক্ষে আপনার প্রেরিত শুভেচ্ছাবাণী আমাদের হস্তগত হয়েছে।’
রাষ্ট্রপ্রধান সিহানুক বলেন: বাংলাদেশের অবিসংবাদিত নেতার এই মহান বাণী মুক্তিবাহিনী, সংযুক্ত জাতীয় ফ্রণ্ট ও কম্বােডীয় সরকার গভীর কৃতজ্ঞতা ও উদ্দীপনার সাথে গ্রহণ করেছেন।
কম্বােডীয় রাষ্ট্রপ্রধান বলেন “আপনার ভ্রাতৃত্বমূলক বলিষ্ঠ সমর্থনের দ্বারা আমরা উপকৃত হয়েছি। আমরা তৃতীয় বিশ্বের জনগণের সাথে একসঙ্গে এগিয়ে চলেছি বিজয়ের পথে। ন্যায়। বিচার মুক্তি, শান্তি, ও সমৃদ্ধির আদর্শ আমাদের অনুপ্রেরণা।
সূত্র: বাংলার বাণী, ১৭ মে ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত