You dont have javascript enabled! Please enable it! 1975.05.17 | রাজবাড়ি পৌরসভার বিরুদ্ধে অভিযোেগ: এক লক্ষ ঘনফুট মাটি কেটে পাঁচ লক্ষের হিসাব দেখানাে হয়েছে | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

রাজবাড়ি পৌরসভার বিরুদ্ধে অভিযোেগ
এক লক্ষ ঘনফুট মাটি কেটে পাঁচ লক্ষের হিসাব দেখানাে হয়েছে

কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচীর অধীন রাজবাড়ি পৌরসভার গােদার বাজার সড়কের পার্শ্বে সি,এন্ড, বি-র বিরাট গর্তের মাঝে পৌরসভার লেক কাটার নামে সরকারী গম অপচয় এবং আত্মসাতের অভিযােগ পাওয়া গেছে।
প্রকাশ, পৌরসভার নিজস্ব: শেষে জানিয়েছেন যে, কাটা জায়গায় না হওয়া সত্ত্বেও এমনকি সি, এণ্ড বি কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়ােজনীয় বন্দোবস্ত নিয়েই পৌরসভা কর্তৃপক্ষ সি এণ্ড বি-র বিরাট গর্তের মাঝে লেক কাটার কাজ শুরু করে দেয়। পৌরসভার এ পর্যন্ত লেক টাকা প্রজেক্ট কমিটি মাটি কাটার যে হিসাব দাখিল করেছে তাতে দেখা যায় যে, প্রতিমণ গমে এক হাজার ঘনফুট হিসাবে এ যাবত পাঁচ লক্ষ তিরাশি হাজার নয়শত বিরানব্বই হাজার ঘনফুট মাটি কাটা হয়েছে। যার বিনিময়ে ৪৮২ মণ ২৬ সের গম খরচ হয়েছে। এদিকে গত ২রা মে মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট জনাব আবদুল মান্নান খান সরকারী সার্ভেয়ার—সহ লেকের কাটা মাটির পরিমাণ নির্ণয়ের জন্য সরেজমিনে তদন্ত মাটির পরিমাণ দাঁড়িয়েছে মাত্র এক লক্ষ ঘনফুট। যার বিনিময়ে মাত্র ১৯২ মণ গম খরচ হওয়ার কথা। লেক টাকা প্রজেক্ট কমিটির দাখিলকৃত হিসাব এবং ম্যাজিস্ট্রেট সাহেবের সরেজমিনে মাটি মাপার মাঝে পার্থক্য দেখা যাচ্ছে গম কারচুপিতে মাত্র ২৯০ মণ ২৬ সের আর মাটি কম কাটার দিক থেকে হচ্ছে মাত্র তিন লক্ষ ঊননব্বই হাজার চারশত তিরাশি ঘনফুট। এ ব্যাপারে মাটি মাপার এই হিসাব ম্যাজিস্ট্রেট সাহেব তার পূর্ণাঙ্গ রিপাের্ট সরাসরি মহকুমা প্রশাসকের বরাবর দাখিল করেছেন। সম্প্রতি অপর এক সাক্ষাৎকারে মহকুমা প্রশাসকও এই গরমিলের কথা স্বীকার করেছেন এবং জানিয়েছেন, এ বিষয়ে আরও তদন্ত চলছে।

সূত্র: বাংলার বাণী, ১৭ মে ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত