বিনিময় হার পুনঃনির্ধারণে শ্রমিকলীগ নেতা
অর্থনীতিকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করবে
পাউন্ডের সাথে টাকার বিনিময় মূল্য পুননির্ধারণের সিদ্ধান্তের প্রতি গতকাল রােববারও বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানাে হয়।
শ্রমিক লীগ সভাপতি জনাব আবদুল রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের অর্থনীতিকে সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠা করার জন্য যে সব উদ্যোগ নিয়েছেন, এ ঘােষণা সে ক্ষেত্রে আরেকটি বলিষ্ঠ পদক্ষেপ। তিনি বলেন, আমাদের দেশ কৃষি প্রধান দেশ এবং কাঁচামাল বিশেষ করে পাটজাত দ্রব্যই এদেশ থেকে বিদেশে রফতানী হয়ে থাকে। এই ঘােষণায় বিদেশে আমাদের পাটজাত পণ্যের রফতানী বৃদ্ধি পাবে। – গতকাল সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে জনাব রহমান দুনীতিবাজ, মুনাফাখাের ও উৎপাদন ব্যাহতকারীদের সম্পর্কে সতর্কতা অবলম্বনের জন্য এবং প্রয়ােজনবােধে তাদের কঠোর হস্তে দমন করার জন্যও সরকারের প্রতি আহ্বান জানান।
কাজী মােজাম্মেল: জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি ও টঙ্গী আঞ্চলিক শ্রমিক লীগ সভাপতি কাজী মােজাম্মেল হক এম পি এ সিদ্ধান্তের প্রতি অভিনন্দন জানিয়েছেন।
গতকাল রােববার সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে তিনি বলেন, এই সিদ্ধান্তের ফলে একদিকে আমাদের রফতানী বাণিজ্য যেমন সাবলীলভাবে এগিয়ে যেতে পারবে, তেমনি জাতীয় শিল্পোৎপাদনও বৃদ্ধি পাবে।
সূত্র: বাংলার বাণী, ১৯ মে ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত