রংপুর থেকে খুলনা ৩৭২ দিনের পথ
রংপুর থেকে খুলনা ৩৭২ দিনের পথ, হঁ্যা। একটুও মিথ্যে বলছি না অন্তত: গতকাল রােববার পাটকল কর্পোরেশন যে প্রেস বিজ্ঞপ্তি বিভিন্ন সংবাদপত্র অফিসে পাঠিয়েছেন তা যদি সত্যি হয়।
এ প্রেস বিজ্ঞপ্তির দ্বিতীয় পৃষ্ঠার প্রথম অনুচ্ছেদে বলা হয়েছে যে, ১৯৭৪ সালের ৭ই মে। রংপুর জেলার রােটমারী থেকে খুলনার ৪০ বেল পাকা পাট পাঠানাে হয়। সে পাট গন্তব্য স্থানে পৌছেছে ১৯৭৫ সালের ১৪ই মে এবং পাট প্রতিমন্ত্রী তা স্বচক্ষে দেখে এসেছেন। পাটগুলাে অবশ্য রেল যােগেই পাঠানাে হয়েছিল।
সূত্র: বাংলার বাণী, ১৯ মে ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত