You dont have javascript enabled! Please enable it! 1975.05.16 | ৮০ হাজার টনের মধ্যে মাত্র ৩০ হাজার টন সংগৃহীত হয়েছে | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

৮০ হাজার টনের মধ্যে মাত্র ৩০ হাজার টন সংগৃহীত হয়েছে

সুনামগঞ্জের টেকেরঘাট চুনাপাথর প্রকল্পে চলতি বছর ৫০ হাজার টন চুনাপাথর কম সংগৃহীত হয়েছে। চলতি বছরে সংগ্রহের লক্ষ্য মাত্রা ছিল ৮০ হাজার টন। সংগৃহীত হয়েছে মাত্র ৩০ হাজার টন। যার ফলে এই প্রকল্প থেকে ছাতক সিমেন্ট ফ্যাক্টরীকে যেমন নির্দিষ্ট পরিমাণ চুনাপাথর দেওয়া সম্ভব হবে না, তেমনি চুনা উৎপাদক স্টিল মিল, পেপার মিল প্রভৃতিতে এবার চুনাপাথর সরবরাহ অসম্ভব হয়ে পড়বে।
ছাতক সিমেন্ট ফ্যাক্টরীতে বছরে ১ লাখ টন চুনাপাথর প্রয়ােজন। টেকেটঘাট থেকে গত বছরও অন্যান্য বছরের মতাে ৬০ হাজার টন দেওয়া হয়েছে। বাকী ৪০ হাজার টন আমদানী করে আনা হয়। এদিকে টেকেরঘাটে প্রতিবছর ৮০ হাজার টন চুনাপাথর সংগৃহীত হয়। এরমধ্যে ৬০ হাজার টন সিমেন্ট ফ্যাক্টরীতেক এবং বাকী ২০ হাজার টন স্থানীয় চুন উৎপাদক, স্টিলমিল, পেপার মিল প্রভৃতিতে দেওয়া হতাে। কিন্তু চলতি বছরে নির্ধারিত পরিমাণ চুনাপাথর সংগৃহীত না হওয়ায় এসব শিল্প প্রতিষ্ঠানে চুনাপাথরের সংকট তীব্র হয়ে দেখা দেবে।
সুনামগঞ্জের সীমান্ত এলাকায় অবস্থিত টেকেরঘাট চুনাপাথর প্রকল্পে এবার আশানুরূপ চুনাপাথর সংগৃহীত হয়নি। বহুদিন অচলবস্থা থাকার পর এখন পাথর সংগ্রহ পুরােপুরি বন্ধ। গত এপ্রিল মাসে পর্যায়ক্রমে চারবার দুর্ঘটনার ফলে প্রকল্পে মারাত্মক ক্ষতিসাধিত হয়েছে। দুর্ঘটনায় ৬ ব্যক্তি প্রাণ হারিয়েছেন বলেও জানা গেছে। সিলেট থেকে পুলিশের কর্মকর্তাগণ দুর্ঘটনাস্থল সরেজমিনে তদন্ত করেছেন। তদন্তের রিপাের্ট এখনও জানা যায়নি। তবে অভিজ্ঞ মহল এর একটি উচ্চপর্যায়ের তদন্ত অনুষ্ঠানের জন্য দাবী জানিয়েছেন। এই মহল সাথে সাথে আশঙ্কাও প্রকাশ করেন যে, তদন্তের পর কার্যকরী ব্যবস্থা গৃহীত না হলে প্রাকৃতিক সম্পদ সংগ্রহের এই মূল্যবান প্রকল্পটি বন্ধ হয়ে যেতে পারে। অপর এক খবরে জানা গেছে যে, সুনামগঞ্জের তাহিরপুর থানার ধীরেন্দ্রনগর গ্রামের বিশাল ভূগর্ভে বিপুল পরিমাণ চুনা পাথরের সন্ধান পাওয়া গেছে। চুনা পাথর উত্তোলনের পরিকল্পনা এখনও চূড়ান্ত হয়নি।
বিশেষজ্ঞ মহল জরীপ চালিয়ে ভূগর্ভে ৪ কোটি টন চুনাপাথরের মজুদ অনুমান করেছেন। চুনাপাথর উত্তোলনের পরিকল্পনা প্রণয়নের প্রস্তাবটি বর্তমানে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচীর বিবেচনাধীন। এই প্রকল্পটি কার্যকরী হলে দেশে চুনাপাথরের সংকট তেমন আশাতীত পরিমাণ হ্রাস পাবে তেমনি বছর বছর চুনাপাথর আমদানীর জন্য মূল্যবান বৈদেশিক মুদ্রাও আর খরচ করতে হবে না।

সূত্র: বাংলার বাণী, ১৬ মে ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত