রক্ষীবাহিনীর সাথে গুলী বিনিময়
দৌলতপুরে ৮ জন সশস্ত্র ব্যক্তি নিহত
গত রােববার খুলনা জেলায় দৌলতপুর থানার চাটিয়ানী গ্রামে জাতীয় রক্ষীবাহিনী ও একদল সশস্ত্র ব্যক্তির মধ্যে প্রায় দু’ঘণ্টা ধরে গুলি বিনিময় হয়। ফলে ৮ জন সশস্ত্র ব্যক্তি নিহত ও ৪ জন। আহত হয়। তাছাড়া জাতীয় রক্ষীবাহিনীর দু’জন জোয়ানও আহত হয়েছে। গতকাল সােমবার পুলিশ ডাইরেক্টরেটের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর দেওয়া হয়েছে।
নিহতদের মধ্যে অধুনালুপ্ত জাতীয় সমাজতান্ত্রিক দলের দৌলতপুর শাখার সাধারণ সম্পাদক জনাব শামসুল হাদি ছিলেন। সশস্ত্র লােকদের কাছ থেকে পুলিশ একটি এল.এম জি, একটি এস এল আর এবং দশটি রাইফেল উদ্ধার করেছে।
পাবনা জেলার সিরাজগঞ্জ ও বেলকুচি থেকে পুলিশ ৫টি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে এবং দু’ব্যক্তিকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে একটি এস.এম. জিও রয়েছে।
সূত্র: বাংলার বাণী, ১৩ মে ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত