গােপালদীতে বিদ্যুৎ সরবরাহ বাড়াতে হবে
আড়াই হাজার থানার বিশিষ্ট নদী বন্দর গােপালদীতে প্রয়ােজনীয় বিদ্যুৎ সরবরাহ হচ্ছে না বলে অভিযােগ পাওয়া গেছে। জানা গেছে যে, গােপলদীতে ২শ কিলােয়াট শক্তিসম্পন্ন বৈদ্যুতিক মিটার স্থাপন করা হয়েছে। দীর্ঘদিন পূর্বে স্থাপিত এই বৈদ্যুতিক মিটারে এখন আর বন্দরের চাহিদা মিটছে না। অর্থাৎ এখানে ৫শ’ কিলােওয়াট শক্তির মিটার আবশ্যক। বিদ্যুতের অভাবে ব্যবসা বাণিজ্যে দারুণ ভাটা দেখা দিয়েছে। বিদ্যুৎ সরবরাহের অব্যবস্থায় ব্যবসায়ী মহল ও সাধারণ মানুষ দুর্ভোগ পােহাচ্ছে। জানা গেছে যে, এখানে যে শক্তি সম্পন্ন মিটার রয়েছে তার চেয়ে বেশী বিদ্যুৎ এরই মাধ্যমে সরবরাহ হচ্ছে। ফলে প্রায়ই বিদ্যুৎ বিভ্রাট দেখা দিচ্ছে। বর্তমানে বেশ কয়েকটি রাইস মিল, তেলের মিল বিদ্যুতের অভাবে চালু করা সম্ভব হচ্ছে না এবং প্রায় দুই শতাধিক বাড়িতে নতুন লাইন দেওয়া যাচ্ছে না বলে জানা গেছে। অবিলম্বে ৫ শতাধিক শক্তি সম্পন্ন বৈদ্যুতিক মিটার স্থাপনের জন্য স্থানীয় ব্যবসায়ী মহল দাবী জানিয়েছেন।
সূত্র: বাংলার বাণী, ১৪ মে ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত