বিমানবন্দরে বিপুল সম্বর্ধনা
বিপুল সম্বর্ধনার মধ্যে রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কমনওয়েলথ শীর্ষ সম্মেলন শেষে গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা ফিরে এসেছেন।
বঙ্গবন্ধুকে বহন করে বাংলাদেশ বিমানের বােয়িং বিমান লন্ডন থেকে সকাল ছয়টা দশ মিনিটে ঢাকা পৌছুলে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম সর্বপ্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজি রহমানকে অভ্যর্থনা জানান। বিমান বন্দরের বাইরে বিপুল সংখ্যক ছাত্র-যুবক-শ্রমিক নেতাকে সম্বর্ধনা জ্ঞাপনের জন্যে উপস্থিত হয়েছিলেন। তাঁরা ফুলের পাপড়ি ছিটিয়ে ও বিভিন্ন শ্লোগান দিয়ে বঙ্গবন্ধুকে সাগত জানাল।
সূত্র: বাংলার বাণী, ৯ মে ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত