You dont have javascript enabled! Please enable it!

সরকার ৫৭ কোটি টাকার ঋণপত্র ছাড়ছেন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আগামী ৭ই মে বুধবার থেকে ১০ই মে শনিবার পর্যন্ত ৫৭ কোটি ৩ লাখ টাকার ঋণপত্র বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। ব্যাঙ্ক চলাকালীন সময়ে এই ঋণপত্র বিক্রয় করা হবে।
বাংলাদেশ ব্যাংকের এক প্রেস রিলিজের বরাত দিয়ে বাসস জানিয়েছে, এই ঋণপত্রের সুদেরহার হবে বার্ষিক শতকরা ৭ টাকা।
প্রস্তাবিত অর্থ যদি আগেই পাওয়া যায় তবে ১০ই মের আগেই ঋণপত্র বিক্রি বন্ধ করে দেওয়া হবে।
ঢাকাস্থ বাংলাদেশ ব্যাংকের পাবলিক ডেট অফিস থেকে ঋণপত্র ক্রয়ের দরখাস্ত ফরম পাওয়া যাবে। উৎসাহী ক্রেতারা দরখাস্ত ফরম পূরণ করে তাতে ঋণপত্রের নিম্নতম মূল্য উল্লেখ করে তাদের ব্যাংকারের মাধ্যমে আবেদন করতে পারবেন। ব্যাঙ্কসমূহ সেই দরখাস্ত ফরম আবেদনে উল্লেখিত অর্থসহ বাংলাদেশ ব্যাংকে পাঠাবে।

সূত্র: বাংলার বাণী, ৬ মে ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!