বরিশালে লঞ্চ ডুবি: ৭টি শিশুর প্রাণহানির আশঙ্কা
এখান থেকে ৮ মাইল দূরে সাহেবের হাটের নিকটবর্তী নদীতে আজ সকালে একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে যাওয়ার ফলে প্রায় ৭টি শিশু নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বাসস পরিবেশিত।
সরকারী সূত্রের খবরে প্রকাশ, অতিরিক্ত যাত্রী ও মালামাল বােঝাই করে এম. ভি. করিম উলানিয়া থেকে বরিশাল আসার সময় নদীতে উল্টে গিয়ে ডুবে যায়। লঞ্চে দুশ’র বেশী যাত্রী ছিল।
বহুযাত্রী সাঁতরিয়ে নদীর কুলে এসে পৌঁছে। তাঁদের মধ্যে অনেকেই আহত হয়। আহতদের বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ও দমকল বাহিনীর সমন্বয়ে গঠিত একটি উদ্ধারকারীদল দুর্ঘটনাস্থলে গিয়ে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।
সূত্র: বাংলার বাণী, ৭ মে ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত