You dont have javascript enabled! Please enable it! 1975.05.08 | রাষ্ট্রায়ত্ত শিল্পের উৎপাদন উল্লেখযােগ্য হারে বেড়েছে | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

রাষ্ট্রায়ত্ত শিল্পের উৎপাদন উল্লেখযােগ্য হারে বেড়েছে

১৯৭৩-৭৪ সালের প্রথম ন’মাসের তুলনায় ১৯৭৪-৭৫ সালের অনুরূপ সময়ে রাষ্ট্রায়ত্ত ও শিল্পখাতের প্রায় ক্ষেত্রেই উৎপাদন উল্লেখযােগ্য পরিমাণ বেড়েছে। এই উৎপাদনের পরিমাণ সর্বোচ্চ শতকরা ৫শ’ ভাগও বেড়েছে। যে সকল ক্ষেত্রে উৎপাদন বেড়েছে তন্মধ্যে মেশিন টুলস নিউজপ্রিন্ট, সূতা, চিনি, ঔষধ, সাইকেলের টায়ার, চামড়া থেকে শুরু করে রুটি, বিস্কুট ও ভেজিটেবল ঘি রয়েছে।
রাষ্ট্রায়ত্ত ও শিল্প বিভাগের আওতাধীন শিল্প প্রতিষ্ঠানগুলােতে ১৯৭৪-৭৫ সালের প্রথম ন’মাসের কার্যের অগ্রগতি পর্যালােচনা করার জন্যে গত ৩রা ও ৬ই মে বৈঠক অনুষ্ঠিত হয়। শিল্পমন্ত্রী জনাব এ. এইচ. এম. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সেক্টর কর্পোরেশনের চেয়ারম্যান ছাড়াও রাষ্ট্রায়ত্ত শিল্প বিভাগ, শিল্প বিভাগ, অর্থমন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় বাণিজ্য ও বর্হিবাণিজ্য মন্ত্রণালয়, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের সবিগণ, রাষ্ট্রপতির অর্থনৈতিক সচিব, পরিকল্পনা কমিশনের শিল্প বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন।
ওই পর্যালােচনা সভায় উল্লেখ করা হয়, ১৯৭৪-৭৪ সালের প্রথম ন’মাসে মােট ৯ কোটি ২৪ লাখ টাকার জিনিস বিদেশে রফতানী করা হয়েছে। কিন্তু ১৯৭৩-৭৪ সালের ওই সময়ে রফতানীর পরিমাণ ছিল ৭ কোটি ১৪ লাখ টাকা। রফতানীকৃত জিনিসের মধ্যে রয়েছে ওয়েটব্লু চামড়া, নিউজপ্রিন্ট, চিংড়ি, রেয়ন কাগজ, ডিলফেন ও হার্ডবাের্ড।

সূত্র: বাংলার বাণী, ৮ মে ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত