You dont have javascript enabled! Please enable it! 1975.05.01 | আজ মে দিবস | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

আজ মে দিবস

আজ বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার চেতনায় সমুজ্জল ঐতিহাসিক মে দিবস।
পুঁজিবাদী ও ঔপনিবেশিক অর্থনীতির অভিশাপ বাংলার মানুষকে যুগ যুগ ধরে দহন করেছে, শােষণ করেছে নবরূপে। তাই বাংলাদেশের শ্রমজীবী মানুষের কাছে মহান মে দিবস প্রতি বছরই বিশেষ তাৎপর্য নিয়ে আসে। এবারকার মে দিবস এসেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় বিপ্লবের আহ্বানে পটভূমিকায়। এই পটভূমিকা তথা এ বিপ্লবের কর্মসূচীর প্রণেতা তিনি, পরিচালক ও তিনি এবং এটা বাস্তবায়নের হাতিয়ার তারই সারা জীবনের সংগ্রামী প্রেরণার উৎস দেশের শ্রমিক শ্রেণী।
তাই এবার এদেশের মেহনতি মানুষ নতুন শপথ নেবেন আজকের মহান দিনে নিজেকে বাঁচানাের জাতীয় অস্তিত্বকে বাঁচানাের জাতির জনকর স্বপ্ন সােনার বাংলা গড়ার।
সরকার মে দিবসকে জাতীয় ছুটি দিবস হিসেবে ঘােষণা করেছেন। জাতীয় শ্রমিক লীগ, জাতীয় দল, বিভিন্ন শ্রমিক ও যুব সংগঠনের সমর্থনে মে দিবস পালনের ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে। কেন্দ্রীয়ভাবে গৃহীত কর্মসূচী ছাড়াও স্থানীয়ভাবে সারা দেশে মে দিবস পালনের আয়ােজন রয়েছে।

সূত্র: বাংলার বাণী, ১ মে ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত