বঙ্গবন্ধুর নেতৃত্বের প্রশংসা
কানাডার আলবাটা থেকে প্রকাশিত “দি হারান্ড” বাংলাদেশের সম্ভাবনাময় অর্থনতি ও রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযােগ নেতৃত্বের কথা উল্লেখ করেছে। খরব বাসস-র।
পত্রিকাটির সাম্প্রতিক এক সম্পাদকীয়তে উল্লেখ করা হয় যে, বাংলাদেশ সরকার দেশে মজুদ বিপুল প্রাকৃতিক গ্যাস সার উৎপাদনের কাজে ব্যবহার করবেন বলে যে সিদ্ধান্ত নিয়েছেন তার ফলে কৃষি ক্ষেত্রে এদেশে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সক্ষম হবে। | প্রাকৃতিক গ্যাস জ্বালানী হিসেবে বিদেশে রফতানী করে বৈদেশিক মুদ্রা-অর্জনের চেয়ে সার উৎপাদনের কাজে লাগানাের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ বলে পত্রিকাটিতে উল্লেখ করা হয়।
২৫ কোটি ডলার ব্যয়ে নির্মিতব্য একটি সারকারখানার জন্য সাহায্যকারী কনসর্টিয়াম দেশগুলাের ভুমিকার প্রতিও পত্রিকাটি প্রশংসা করে।
গ্যাস থেকে সার উৎপাদনের সিদ্ধান্ত শুরু বাংলাদেশের জন্যই সৌভাগ্য বয়ে আনবে না— বিশ্বের অন্যান্য দেশেও এ ধরনের সঠিক সিদ্ধান্তের প্রতি আগ্রহ সৃষ্টি হবে এবং বর্তমান কঠোর মুদ্রাস্ফীতির দিনে আপন অস্তিত্ব রক্ষায় সঠিক ব্যবস্থা গ্রহণে সক্ষম হবে বলে পত্রিকাটি মন্তব্য করে।
সূত্র: বাংলার বাণী, ৪ মে ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত