You dont have javascript enabled! Please enable it! 1975.04.29 | রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর নিকট প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের বাণী: বাংলাদেশের প্রতি অব্যাহত মার্কিন সমর্থনের আশ্বাস | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর নিকট প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের বাণী
বাংলাদেশের প্রতি অব্যাহত মার্কিন সমর্থনের আশ্বাস

মার্কিন প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ড আগামীতে বাংলাদেশের প্রতি তাহার সরকারের অব্যাহত সমর্থনের কথা পুনরায় ঘােষণা করিয়াছেন বলিয়া জানা গিয়াছে।
বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জামাইকার পথে গতকাল অপরাহ্নে কেনেডী বিমান বন্দরে স্বল্পকাল অবসান কালে তাহার নিকট প্রেরিত এক বার্তায় প্রেসিডেন্ট ফোর্ড উক্ত আশ্বাস দান করেন। মার্কিন প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক সম্পর্কের প্রয়ােজনীয়তার উপর বিশেষ গুরুত্ব আরােপ করেন।
উপ সহকারী পররাষ্ট্র সচিব মি: চোবস প্রেসিডেন্ট ফোর্ডের এই বাণীটি বঙ্গবন্ধুর হাতে অর্পণ করেন।
মার্কিন প্রেসিডেন্ট গত সেপ্টেম্বর মাসে ওয়াশিংটনে বঙ্গবন্ধুর সহিত তাহার আলােচনা অনুষ্ঠানের কথা স্মরণ করেন এবং মার্কিন মাটিতে বঙ্গবন্ধু পুনরায় পদার্পণে আনন্দপ প্রকাশ করেন।
তিনি বাংলাদেশের জনগণের উন্নতি ও কল্যাণ কামনা করেন।

সূত্র: দৈনিক আজাদ, ২৯ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত