You dont have javascript enabled! Please enable it! 1975.04.29 | বাংলাদেশের প্রতি চীনের স্বীকৃতি অত্যাসন্ন | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

বাংলাদেশের প্রতি চীনের স্বীকৃতি অত্যাসন্ন

সম্প্রতি চীনা নেতা টুংনির মৃত্যুতে বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শােকবাণী পিকিংয়ে প্রকাশিত হওয়ার ফলে এখানে এই মর্মে জোর জল্পনা-কল্পনা করা হইতেছে যে, পিকিং বাংলাদেশকে স্বীকৃতি দিতে চলিয়াছে।
গত ১০ই এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাবেক সহকারী রাষ্ট্র প্রধান এবং জাতীয় পরিষদের স্থায়ী কমিটির সহকারী চেয়ারম্যান মি: টুংপির মৃত্যুতে প্রধানমন্ত্রী মি: চৌ এন লাইয়ের নিকট একটি বাণী প্রেরণ করেন। তিনি এই বাণীতে কমরেড টুং কে চীন এবং উপনিবেশকতাবাদ ও নির্যাতনের যাতাকলে নিপীড়িত মানুষের স্বার্থে পথিকৃত বলিয়া আখ্যায়িত করেন।
পর্যবেক্ষকগণ সহকারী প্রধানমন্ত্রী লিবারেশন এমরেনরা পাকিস্তান সফরের পর গতকাল বঙ্গবন্ধুর উক্ত শােকবাণী প্রকাশ করার ব্যাপারটি তাৎপর্যপূর্ণ বলিয়া উল্লেখ করেন।

সূত্র: দৈনিক আজাদ, ২৯ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত