You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশের প্রতি চীনের স্বীকৃতি অত্যাসন্ন

সম্প্রতি চীনা নেতা টুংনির মৃত্যুতে বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শােকবাণী পিকিংয়ে প্রকাশিত হওয়ার ফলে এখানে এই মর্মে জোর জল্পনা-কল্পনা করা হইতেছে যে, পিকিং বাংলাদেশকে স্বীকৃতি দিতে চলিয়াছে।
গত ১০ই এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাবেক সহকারী রাষ্ট্র প্রধান এবং জাতীয় পরিষদের স্থায়ী কমিটির সহকারী চেয়ারম্যান মি: টুংপির মৃত্যুতে প্রধানমন্ত্রী মি: চৌ এন লাইয়ের নিকট একটি বাণী প্রেরণ করেন। তিনি এই বাণীতে কমরেড টুং কে চীন এবং উপনিবেশকতাবাদ ও নির্যাতনের যাতাকলে নিপীড়িত মানুষের স্বার্থে পথিকৃত বলিয়া আখ্যায়িত করেন।
পর্যবেক্ষকগণ সহকারী প্রধানমন্ত্রী লিবারেশন এমরেনরা পাকিস্তান সফরের পর গতকাল বঙ্গবন্ধুর উক্ত শােকবাণী প্রকাশ করার ব্যাপারটি তাৎপর্যপূর্ণ বলিয়া উল্লেখ করেন।

সূত্র: দৈনিক আজাদ, ২৯ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!