ইরাকী প্রতিনিধিদলের ঢাকা ত্যাগ
বাংলাদেশ-ইরাক মৈত্রী আরও দৃঢ় হইবে
দুই সদস্যের ইরাকী তৈল প্রতিনিধি দল সপ্তাহ ব্যাপী বাংলাদেশ সফর শেষে গতকাল মঙ্গলবার ঢাক ত্যাগ করেন। এই প্রতিনিধি দলের নেতৃত্ব করেন ইরাকের জাতীয় তেল কোম্পানীর ভাইস চেয়ারম্যান মি: আলী হাদিয়াল জাবির।
ঢাকা ত্যাগের প্রাক্কালে ইরানী প্রতিনিধিদলের নেতা বিমান বন্দরে সাংবাদিকদের নিকট বলেন। যে, বাংলাদেশ ইরাক কারিগরি সহযােগিতার জন্য দুই দেশের মধ্যে প্রতিনিধিদল বিনিময় হইবে। ইহার ফলে দুই দেশের মধ্যকার বিরাজিত বন্ধুত্ব আরও দৃঢ়তর হইবে।
ভাইস চেয়ারম্যান জানান তাহারা পেট্রোপলাের অফিসারদের সহিত পারস্পরিক স্বার্থ ও দুইদেশের মধ্যকার কারিগরি সহযােগিতা সম্পর্কে আলােচনা করিয়াছেন।
সূত্র: দৈনিক আজাদ, ৩০ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত