দুঃখী মানুষের অধিকার আদায়ে শেরে বাংলার অবদান নির্যাতিত মানুষকে অনুপ্রেরণা যােগাইবে: বঙ্গবন্ধু
আজ শেরে-বাংলা এ, কে, ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাননীয় রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বাণী প্রদান করেন নিচে তার পূণ্য বিবরণ দেওয়া হইল ঃ
শেরে-বাংলা এ, কে, ফজলুল হকের ত্রয়ােদশ মত্য বার্ষিকীকে সমগ্র জাতির সাথে আমি সেই অনন্য ব্যক্তিত্বের কথা সশ্রদ্ধা চিত্তে স্মরণ করিতেছি। বাঙালি জাতীয়তাবাদের উদগাতা হিসাবে এবং বাঙালির সার্বিক কল্যাণে তাঁহার গৌরবময় ভূমিকা ইতিহাসের এক প্রােজ্জ্বল অধ্যায় হইয়া আছে। এদেশের দুঃখী মানুষের অধিকার আদায়ে তাহার অবদান যুগে যুগে নির্যাতিত ও শােষিত মানুষকে অধিকার প্রতিসআর সংগ্রামে প্রেরণা যােগাইবে।
আজ আমরা দ্বিতীয় বিপ্লবের কর্মসূচী লইয়া উজ্জল ভবিষ্যৎ গড়িয়া তােলার নতুন সগ্রামে নিয়ােজিত। বাংলাদেশের মানুষের আত্মনির্ভরশীলতা অর্জনের এই সংগ্রামে শেরে-বাংলার দেব্রত ও আত্মত্রাগ আমাদের পথ নির্দেশ করুক।
সরকারের এক তথ্য বিবরণীতে এই খবর পরিবেশন করা হয়।
সূত্র: দৈনিক আজাদ, ২৭ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত