You dont have javascript enabled! Please enable it!

১লা জুলাই হইতে ৩১শে মার্চ পর্যন্ত
প্রায় ১৪৮ কোটি টাকার পাট ও পাটজাদ্রব্য রপ্তানী

বাংলাদেশ গত বছর ১লা জুলাই হইতে চলতি বছরের ৩১শে মার্চ পর্যন্ত মােট ১৪৭ কোটি ৬২ লক্ষ টাকার পাট ও পাটজাত দ্রব্য রপ্তানী করিয়াছে।
গতকাল শনিবার বাংলাদেশ ব্যাঙ্কের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানাে হয়।
ইহার মধ্যে উক্ত সময়ে মােট ৬ লক্ষ ৮৪ হাজার বেল কাঁচা পাট রপ্তানী করিয়া ৩৬ কোটি ৭৪ লক্ষ টাকার বৈদেশিক মুদ্রা আয় হয়।
অবশ্য উক্ত সময়ে পাটজাত দ্রব্যের প্রকৃত রপ্তানীর পরিমাণ হইতেছে ১২ লক্ষ ৮৪ হাজার বেল। ১লা জুলাই হইতে ২৮শে ফেব্রুয়ারী পর্যন্ত পাটজাত দ্রব্যের রপ্তানীর পরিমাণ হইতেছে ২ লক্ষ ২৬ হাজার টন। এই পরিমাণ পাটজাত দ্রব্য রপ্তানী করিয়া বাংলাদেশের মােট আয় ২১০ কোটি ৮৪ লক্ষ টাকা। উক্ত সময়ে অবশ্য পাটজাত দ্রব্যের প্রকৃত রপ্তানীর পরিমাণ হইতেছে ২ লক্ষ ৫৭ হাজার বেল।
এই সময়ে নারায়ণগঞ্জ পাটের বাজারে সব ধরনের কাঁচা বেল পাট পাকা বেল পাট এর কাটায়ের মুল্য যথাক্রমে মন প্রতি ১০ টাকা এবং ২০ টাকা হাস পায়। | ‘ই’ শ্রেণী দক্ষ তােষা পাট ছাড়া অন্যসব ধরনের পাটের রপ্তানী মূল্যই এর সময়ে স্থির থাকে। ই’ শ্রেণীভুক্ত তােষা পাঠের মূল্য টন প্রতি ৩ পাউন্ড হারে বৃদ্ধি পায়।…

সূত্র: দৈনিক আজাদ, ২৭ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!