You dont have javascript enabled! Please enable it! 1975.04.28 | অচলনােট জমাদানে অনিয়ম তদন্তের জন্য রাষ্ট্রপতির আদেশে ৯টি তদন্ত কমিটি গঠিত | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

অচলনােট জমাদানে অনিয়ম তদন্তের জন্য রাষ্ট্রপতির আদেশে ৯টি তদন্ত কমিটি গঠিত

অচল ঘােষিত একশত টাকা নােটের জমাদানের অনিয়ম সম্পর্কে তদন্ত করার জন্য রাষ্ট্রপতির আদেশক্রমে ব্যাঙ্কসমূহের জন্য ছয়টি, পােষ্ট অফিসসমূহের জন্য একটি, বিভিন্ন সরকারী দপ্তর ও স্বায়ত্তশাসিত সংস্থার জন্য একটি ও বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানের জন্য একটি, মােট নয়টি তদন্ত কমিটি গঠন করা হইয়াছে।
এই কমিটিসমূহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ, রাষ্ট্রপতির পর্যবেক্ষণ ও পরিদর্শন ব্যুরাে, জাতীয় রাজস্ব বাের্ড এবং বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি সমন্বয়ে গঠিত।
যে সব বিষয় তদন্ত করা হইবে সে সম্পর্কে প্রয়ােজনীয় নির্দেশ কমিটিসমূহকে দেওয়া হইয়াছে। কমিটিগুলি যাহাতে তাহাদের তদন্ত নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করিতে পারে সেই জন্য সংশ্লিষ্ট সকল এজেন্সীসমূহ পূর্ণ সহযােগিতা প্রদান করিবেন।
গতকাল সরকারের এক তথ্যবিবরণীতে এই খবর জানানাে হয়।

সূত্র: দৈনিক আজাদ, ২৮ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত