হস্তশিল্পের সামগ্রিক উন্নয়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ করিতে হইবে-কামরুজ্জামান
শিল্পমন্ত্রী জনাব এ, এইচ, এম, কামরুজ্জামান দেশের ঐতিহ্যবাহী হস্তশিল্পের সামগ্রিক অগ্রগতি ও হস্ত শিল্পীদের ভাগ্যের উন্নয়ন কল্পে যথাযথ ও কার্যকর পরিকল্পনা প্রণয়নের প্রযােজনীয়তার প্রতি গুরুত্ব আরােপ করেন।
জনাব কামরুজ্জামান গতকাল রবিবার বাংলাদেশ হস্তশিল্প সমবায় ফেডারেশনের বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন।
মাননীয় মন্ত্রী উদ্বোধনী বক্তৃতায় বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের হস্তশিল্প অত্যন্ত উন্নতমানের। ইহার জন্য আমরা গর্ববােধ করিতে পারি।
গ্রাম্য পর্যায়ে দেশের ঐতিহ্যবাহী হস্ত শিল্পকে পুনরুজ্জীবিত করিয়া তােলার পথে বিরাজিত সব সমস্যার সমানের জন্যে তিনি কর্তৃপক্ষকে আবেদন জানান। মাননীয় মন্ত্রী তাহার বক্তৃতায় দেশে আত্মনির্ভরশীল অর্থনীতি গড়িয়া তােলার উদ্দেশ্যে ব্যাপকভাবে দেশীয় উৎপন্ন দ্রব্য ব্যবহারের প্রতি গুরুত্ব দেন। তিনি বলেন যে, দেশের অগ্রগতি সাধনের জন্য জনগণকে তাহাদের চরিত্র ও মানসিকতার বৈপ্লবিক পরিবর্তন আনিতে হইবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের চেয়ারম্যান জনাব এ, কে, এম, আমিনুল ইসলাম।
সূত্র: দৈনিক আজাদ, ২৮ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত