You dont have javascript enabled! Please enable it! 1975.04.25 | বিভিন্ন কাপড়ের কলে ৬০ কোটি টাকার কাপড় ও সুতা জমা হইয়া আছে | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

বিভিন্ন কাপড়ের কলে ৬০ কোটি টাকার কাপড় ও সুতা জমা হইয়া আছে

কর্তৃপক্ষীয় সূত্র হইতে জানা গিয়াছে যে, বিভিন্ন কাপড়ের কলে বর্তমানে ৬০ কোটি টাকা মূল্যের কাপড় ও সূতা জমা হইয়া রহিয়াছে। ইহার মধ্যে দেড় কোটি গজ কাপড় ও ৫৪ হাজার বেল সূতা রহিয়াছে।
ভােগ্যপণ্য সরবরাহ কপােরেশন বিসিক ও সমবায় সমিতিসমূহ গত দুই মাস যাবৎ নিয়মিত কাপড়ের ডেলিভারী এবং সাড়ে ৩ মাস যাবৎ সূতার বরাদ্দ গ্রহণ না করায় উপরােক্ত পরিমাণ সুতা ও কাপড় জমা হইয়া পড়িয়াছে।
বাংলাদেশের বিভিন্ন কাপড়ের কলে মাসিক ৮০ লক্ষ গজ কাপড় এবং ১৬ হাজার বেল সুতা প্রস্তুত হয়। বিভিন্ন বিক্রয়কারী সংস্থা সুতা ও কাপড়ের সরবরাহ নিয়মিত গ্রহণ না করিলে বস্ত্র শিল্প কর্পোরেশনকে ব্যাংকের অতিরিক্ত সুতা দিতে হয়। ইহার ফলে কর্পোরেশন ও ক্রেতা সাধারণ উভয়ই ক্ষতির সম্মুখীন হয়। কর্পোরেশন বিভিন্ন বাণিজ্যিক ব্যাংককে যে অতিরিক্ত সুদ দেয় তাহা শেষ পর্যন্ত ক্রেতা সাধারণকেই বহন করিতে হয়। তবে কে কোটি কোটি টাকার বস্ত্র ও সুতা পড়িয়া থাকিলে কর্পোরেশন আর্থিক দিক অসুবিধার সম্মুখীন হয়।

সূত্র: দৈনিক আজাদ, ২৫ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত