শিলাবৃষ্টিতে সুনামগঞ্জে ৬টি ইউনিয়নের ফসল সম্পূর্ণ অথবা আংশিক বিনষ্ট হইয়াছে -কৃষিমন্ত্রী
শিলাবৃষ্টিতে এই মহকুমার ৬টি ইউনিয়নের ১৯১ বর্গ মাইল এলাকার ফসল সম্পূর্ণ অথবা আংশিকভাবে বিনষ্ট হইয়াছে।
কৃষিমন্ত্রী জনাব আবদুস সামাদ গত সােমবার ঘূর্ণি ও শিলা বৃষ্টি দুর্গত এলাকা সফর করিয়া বলেন যে, চলতি বােরাে মওসুমে বীরগাঁও, কলিয়াকৈর, চরনারচর, রফিনগর, রাজনগর ও করিমপুর ইউনিয়ন হইতে খাদ্য-শাস্য সংগ্রহ করা হইবে না। অধিকন্তু এই এলাকায় সমগ্র বৎসর সাহায্যকৃত মূল্যে খাদ্য সরবরাহ করিতে হইবে।
এদিকে ঘূর্ণিঝড়ে আহত অপর এক ব্যক্তি আজ সকালে হাসপাতালে মারা যাওয়ায় নিহতের সংখ্যা ৬ জনে উন্নীত হইয়াছে।
কৃষিমন্ত্রী দুর্গতদের মধ্যে ২৪ মণ গম ও ৫০ টিন বিস্কুট বিতরণ করেন। দুর্গত এলাকায় গৃহ নির্মাণ সামগ্রীর সর্বাধিক প্রয়ােজন দেখা দিয়াছে।
কোর্ট প্রাঙ্গণে এক সমাবেশে বক্তৃতা প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন যে, সরকার দুর্গতদের সম্ভাব্য সব রকম সাহায্য প্রদান করিবেন। দুর্গতদের প্রয়ােজন নিরূপণের জন্য তিনি দুর্গত এলাকা সফর করিয়াছেন বলিয়া উল্লেখ করেন।
রাজধানীতে প্রত্যাবর্তন করিয়া রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিকট ক্ষয়ক্ষতি ও আশু সাহায্যের প্রয়ােজন সম্পর্কে রিপাের্ট প্রদান করিবেন বলিয়াও প্রকাশ করেন।
কৃষিমন্ত্রী চলিত খাদ্য সগ্রহ অভিযান সাফল্যমণ্ডিত করিয়া তােলার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান।
তিনি আশ্বাস দেন যে, সংগৃহীত খাদ্য শস্য স্থানীয় এলাকায় মওজুদ করা হইবে ও প্রয়ােজনের সময়ে তাহাদের মধ্যে বিতরণ করা হইবে।
সিলেটের ডেপুটি কমিশনার সাংবাদিকদের জানান, যে দুর্গতদের মধ্যে বিনা মূল্যে (জি, আর) বিতরণের জন্য আরও এক হাজার মণ গমন ও এক লক্ষ টাকা প্রয়ােজন।
ইহা ছাড়া গৃহ নির্মাণ মঞ্জুরী হিসাবে দুই লক্ষ টাকা প্রয়ােজন।
সূত্র: দৈনিক আজাদ, ২৫ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত