You dont have javascript enabled! Please enable it! 1975.04.26 | জমিজমা বিক্রয়ের ভূয়া দলিল সম্পর্কে তথ্যাদি সংগ্রহ করা হইতেছে | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

জমিজমা বিক্রয়ের ভূয়া দলিল সম্পর্কে তথ্যাদি সংগ্রহ করা হইতেছে

কর্তৃপক্ষীয় সূত্রে প্রকাশ, জমির ভূয়া রেজিস্টারকারী একদল সংঘবদ্ধ জালিয়াত দল বহু পরিত্যক্ত জমি ও সরকারী খাস জমি দখল করিয়া আছে বলিয়া জেলা প্রশাসনের কাছে অভিযােগ আসিতেছে।
হিন্দু ও পাকিস্তানীদের জমি বিক্রয় হইয়াছে বলিয়া বহু ভুয়া দলিলের ভুয়া রেজিস্টারী হইয়াছে। ঢাকা পুলিশের একজন অভিজ্ঞ অফিসারের নেতৃত্বে একটি সেল গঠিত হইয়াছে। উক্ত অফিসার ভুয়া দলিলের ব্যাপারে তথ্যাদি সগ্রহ করিতেছেন।
ঢাকা শহর ও শহরের পার্শ্ববর্তী এলাকা বহু পরিত্যক্ত জমি ও খাস জমি ভূয়া দলিলের বলে অন্যদের দখলে চলিয়া গিয়াছে। অনুমান করা হইতেছে যে, কয়েক হাজার একর জমি ভুয়া দলিলের মাধ্যমে জবর-দখল করা হইয়াছে।

সূত্র: দৈনিক আজাদ, ২৬ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত