You dont have javascript enabled! Please enable it! 1975.04.26 | আতাউর রহমান খানের বাকশালে যােগদান | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

আতাউর রহমান খানের বাকশালে যােগদান

প্রবীণ রাজনীতিক, অধুনালুপ্ত বাংলাদেশ জাতীয় লীগের সভাপতি এবং জাতীয় সংসদের সদস্য জনাব আতাউর রহমান খান বাংলাদেশ কৃষক-শ্রমিক আওয়াম লীগে যােগদান করিয়াছেন।
গতকাল বাকশালের কেন্দ্রীয় কার্যালয়ে আহুত এক সাংবাদিক বৈঠকে জনাব আতাউর রহমান। একথা ঘােষণা করেন।
জনাব খান বলেন, “বৃহত্তর জাতীয় ঐক্য এবং অগ্রগতির স্বার্থে আমি বাকশালে যােগদান করিয়াছে। সশস্ত্র সংগ্রামের মাধ্যমে যে স্বাধীনতা অর্জিত হইয়াছে এবং যে আদর্শ লইযা স্বাধীনতা সংগ্রাম করা হইয়াছে সেই আদর্শের প্রতিফলন একমাত্র বৃহত্তর ঐক্যের মাধ্যমেই সম্ভব বলিয়া তিনি। মন্তব্য করেন। এক প্রশ্নের জবাব তিনি জানান যে, বাকশালে যােগদানের পূর্বে তিনি তাঁহার দলের অন্যান্য নেতৃবৃন্দের সহিত বেশ কয়েক দফা আলােচনায় মিলিত হন। তাহাদেরকে তিনি বাকশালে যােগদানের আহ্বান জানান বরিঅও সাংবাদিক বৈঠকে জনাব খান মন্তব্য করেন।
জনাব খান বলেন, দেশের বর্তমান সংকট কাটাইয়া উঠিতে এবং সাধারণ মানুষের মুক্তির জন্য বঙ্গবন্ধুর দিকে সকলেরই সহায়তার হাত বাড়াইয়া দিতে হইবে। ইহার জন্য সকল রাজনৈতিক নেতা এবং কর্মীরই বঙ্গবন্ধু ডাকে সমবেত হওয়া প্রয়ােজন।
বঙ্গবন্ধু কর্তৃক সাম্প্রতিক রাজনৈতিক পদক্ষেপ সম্পর্কে জনাব খানকে প্রশ্ন করা হইলে ইহাকে তিনি অত্যন্ত বিশস্ত প্রচেষ্টা বলিয়া উল্লেখ করেন।
অপর এক প্রশ্নের জবাবে জনাব আতাউর রহমান খান বলেন যে, বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং দলের কর্মসূচীতে বিশাল বলিয়াই তিনি জাতীয় দলে যােগদান করিয়াছেন।

সূত্র: দৈনিক আজাদ, ২৬ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত