You dont have javascript enabled! Please enable it! 1975.04.26 | লাইসেন্স বাতিল- বাতিলকৃত খুচরাে ঔষধ লাইসেন্সধারী ফার্মের নাম ও ঠিকানা | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

লাইসেন্স বাতিল
বাতিলকৃত খুচরাে ঔষধ লাইসেন্সধারী ফার্মের নাম ও ঠিকানা:

মেসার্স মুসা ঔষধালয়, হাসপাতাল সড়ক, বরিশাল ও মেসার্স মাটি ফার্মেসী, কালীগঞ্জ বাজার, যশাের।
সাময়িকিভাবে বাতিলকৃত খুচরাে ঔষধ লাইসেন্সধারী ফার্মের নাম ও ঠিকানা:
মেসার্স ঘােষ ফার্মেসী, কাঠপট্টি সড়ক, বরিশাল, মেসার্স হেলাল ঔষধালয়, মাগুড়া সড়ক, বরিশাল মেসার্স আরম ফার্মেসী, ৯নং সিরাজদ্দৌলা সড়ক, নারায়ণগঞ্জ ঢাকা, মেসার্স পপি ফার্মেসী, ৮নং কমিটিগঞ্জ, ঢাকা, মেসার্স আরােগ্য চেম্বার, নিমতলা, দিনাজপুর, মেসার্স বাংলাদেশ মেডিক্যাল এজেন্সী, নিমতলা, দিনাজপুর, মেসার্স ইস্ট বেঙ্গল মেডিক্যাল ষ্টোর, মালাদাপট্টি, দিনাজপুরও মেসার্স মেরিনা ঔষধালয়, ১৯২ নং এলিফ্যান্ট সড়ক, ঢাকা।
সমস্ত ঔষধ প্রস্তুতকারী/আমদানীকারী/বন্টনকারী/পাইকারী বিক্রেতাকে নির্দেশ দেওয়া হইয়াছে যে, তাহারা যেন উল্লেখিত ঔষধ বিক্রেতাগণকে কোন ঔষধ বন্টন অথবা সরবরাহ না করেন। গতকাল তথ্য দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইহা জানা গিয়াছে।

সূত্র: দৈনিক আজাদ, ২৬ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত