You dont have javascript enabled! Please enable it! 1975.04.23 | আশুগঞ্জ সার কারখানার জন্য ইরান, বৃটেন ও সুইজারল্যাণ্ড ৩১ কোটি ২০ লক্ষ টাকা দিবে | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

আশুগঞ্জ সার কারখানার জন্য ইরান, বৃটেন ও সুইজারল্যাণ্ড ৩১ কোটি ২০ লক্ষ টাকা দিবে

বাংলাদেশ আশুগঞ্জে দেশের বৃহত্তম সার কারখানা নির্মাণের জন্য ইরান, বৃটেন এবং সুইজারল্যাণ্ডের কাছ হইতে বৈদেশিক মুদ্রায় ৩১ কোটি ২০ লক্ষ টাকা লাভ করিবে। এই সার কারখানাটির বাৎসরিক উৎপাদন ক্ষমতা হইবে সাড়ে ৪ লক্ষ টন।
ঢাকার সরকারী মহলের বরাত দিয়া বার্তা সংস্থা এনা জানাইয়াছে, এ ব্যাপারে আগামী মাসের মধ্যে তিনটি পৃথক চুক্তি সম্পাদিত হইবে বলিয়া আশা প্রকাশ করা হইতেছে। এদিকে বিশ্ব ব্যাঙ্ক, এশীয় উন্নয়ন ব্যাঙ্ক, মার্কিন সাহায্য সংস্থা ও জার্মানীর সাহায্য সংস্থার সঙ্গে অনুরূপ চুক্তি সম্পাদিত হইয়াছে। এই সংস্থাগুলি আশুগঞ্জ প্রকল্পের জন্য বৈদেশিক মুদ্রায় বাকী ১১ কোটি ২০ লক্ষ টাকা টাকা প্রদান করিবে।
প্রস্তাবিত চুক্তিতে গ্রেটবৃটেন মােট ১৫ কোটি ২০ লক্ষ টাকা, ইরান ১২ কোটি টাকা এবং সুইজাল্যাণ্ড ৪ কোটি টাকা প্রদান করিবে।
আশুগঞ্জ প্রকল্পের জন্য প্রয়ােজনীয় বৈদেশিক মুদ্রার প্রাপ্তি নিশ্চিত হইবার পর বাংলাদেশ সরকার ইতিমধ্যেই প্রকল্পের নক্সা, যন্ত্রপাতির সরবরাহের জন্য আন্তর্জাতিক টেণ্ডার আহ্বান করিয়াছেন। প্রকল্পটি ১৯৭৮ সালের মধ্যে চালু হইবার কথা।
চারটি পূর্ব যােগ্যতাসম্পন্ন বিদেশী ফার্ম তাদের টেণ্ডার দাখিল করিয়াছে।

সূত্র: দৈনিক আজাদ, ২৩ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত