কৃষি উৎপাদন বৃদ্ধিকল্পে বিল এলাকার উন্নয়নে সহায়তা করা হইবে-সােহরাব হােসেন
মাগুরা, ২২শে এপ্রিল গণপূর্ত ও নগর উন্নয়ন মন্ত্রী জনাব সােহরাব হােসেন আজ মাগুরার শ্রীকান্তপুরে চেজাই নদীর পুনর্খননের কাজ উদ্বোধন করেন। এক লক্ষাধিক টাকা ব্যয়ে ৭ মাইল দীর্ঘ এ নদীর খনন কাজ সম্পন্ন হইলে মােট ১০ হাজার একর জমিতে পানি সরবরাহ করে চাষাধীনে আনা যাইবে।
এই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, নদীটির খননকার্য সম্পন্ন হলে এ এলাকার চাষীগণ প্রচুর ফসল উৎপাদনের সুযােগ পাইবেন।
তিনি বলেন, সরকার কৃষি উৎপাদন বৃদ্ধিকল্পে বিল এলাকা সংসারের কাজে যথাসাধ্য সহায়তা করিবেন। তিনি বলেন, গ্রাম-ভিত্তিক অর্থনীতি গড়ে তােলাই হইতেছে বঙ্গবন্ধুর সরকারের অনুন্নত। নীতি এবং গ্রামীন অর্থনীতিকে সুদৃঢ় করিতে সরকার বদ্ধপরিকর।
জনাব সােহরাব হােসেন বলেন, জনগণ আগ্রহ নিয়ে কাজ করিলে যে কোন কাজ সহজ হয়ে যায়।
সূত্র: দৈনিক আজাদ, ২৩ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত