You dont have javascript enabled! Please enable it! 1975.04.23 | হংকং-বাংলাদেশ উপগ্রহের মাধ্যমে টেলি-সার্কিট | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

হংকং-বাংলাদেশ উপগ্রহের মাধ্যমে টেলি-সার্কিট

গতকাল দুপুর হইতে বাংলাদেশ এবং হংকং-এর মধ্যে ভারত মহাসাগরীয় অঞ্চলের কৃত্রিম টেলিযােগাযােগের মাধ্যমে সরাসরি রেডিও-টেলিফোন সার্কিট চালু হইয়াছে।
এই সার্ভিস দিবারাত্র ২৪ ঘন্টা চালু থাকিবে।
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি টেলিযােগাযােগ স্থাপিত না হওয়া পর্যন্ত হংকং-এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের জন্য সার্ভিস পাওয়া যাইবে।
যুক্তরাজ্য, জাপান ও যুক্তরাষ্ট্রের সাথেও উপগ্রহযােগে রেডিও-টেলিফোন সার্কিট শীঘ্র চালু হইবে বলিয়া আশা করা যাইতেছে।

সূত্র: দৈনিক আজাদ, ২৩ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত