You dont have javascript enabled! Please enable it!

বগুড়ার বিভিন্ন স্থান হইতে অস্ত্র উদ্ধার

জাতীয় রক্ষীবাহিনীর সদস্যরা এই জেলার বিভিন্ন স্থান হইতে গত তিন মাসে বেশকিছু সংখ্যক অস্ত্র ও গােলাবারুদ উদ্ধার করিয়াছে।
জাতীয় রক্ষীবাহিনী সূত্রে জানা যায় যে, এই উদ্ধারকৃত অস্ত্রশস্ত্রের মধ্যে ১৪টি রাইফেল, ৪টি এস, এল, আর, ৪টি এল, এন, জি, ১৮টি হ্যান্ড গ্রেনেড, ৩টি মাইন, একটি পিস্তল, এবং ১২শত গােলাবারুদ রহিয়াছে।
বগুড়া শহরের নিকটবর্তী মালগ্রাম গ্রামে একটি বেআইনী দখলকৃত এস,এম, জি, কর্তৃপক্ষের কাছে সম্পূর্ণ করিয়াছে।

সূত্র: দৈনিক আজাদ, ২৩ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!