রংপুরে ৬টি রাইফেল উদ্ধার: ১জন দুবৃত্ত গ্রেফতার
রংপুর, ১৭ই এপ্রিল। গত সপ্তাহে রংপুর জেলা পুলিশ জেলার বিভিন্ন স্থান হইতে ৬টি রাইফেল এবং ৯০ রাউণ্ড গুলী উদ্ধার করিয়াছে। এছাড়াও পুলিশ একজন কুখ্যাত দুৰ্বত্তকে গ্রেফতার করিয়াছে।
প্রাপ্ত খবরে প্রকাশ যে গােপন সূত্রে খবর পাইয়া পুলিশ নারবাই বিল হইতে উল্লিখিত অস্ত্রশস্ত্র উদ্ধার করিয়াছে।
ইহা ছাড়াও একদল পুলিশ ভােরে গঞ্জথানার রাধানগর গ্রামে মনসুর আলী নামক জনৈক কুখ্যাত দুৰ্বত্তের বাড়ী ঘেরাও করিলে এক দল দুবৃত্ত পুলিশের প্রতি লক্ষ্য করিয়া গুলী ছাড়ে। পুলিশও তাহার যথার্থ উত্তর দেয়। পরে পুলিশ মনসুর আলী নামক জনৈক কুখ দুর্বত্তকে গ্রেফতার করিয়াছে এবং অন্যান্য দুবৃত্তেরা পালাইয়া যাইতে সক্ষম হইয়াছে।
এ ব্যাপারে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করা হইয়াছে।
সূত্র: দৈনিক আজাদ, ২১ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত