সম্প্রতি প্রকাশিত একটি বইয়ে এই দলিলটি পাওয়া যায়। এখানে দেখা যাচ্ছে এই টেলিগ্রামটি পাকিস্তান পাঠিয়েছে বেশ কিছু অফিসে। বঙ্গবন্ধুকে তারা যখন লন্ডনে পাঠায় তখন সম্ভবত এই টেলিগ্রাম সংশ্লিষ্ট কিছু প্রতিষ্ঠানেও পাঠায়। এতে দেখা যাচ্ছে ২ নং পয়েন্টে পাকিস্তান সরকার বলেছে প্লেন থেকে বঙ্গবন্ধু নামার পরে ভিআইপি লাউঞ্জ ও গাড়ি সুবিধা যেন যাতে বঙ্গবন্ধু যেখানে যেতে চান সেখানে যেন নেয়া হয় – তবে – দ্বিতীয় অংশে লেখা হয়— “No repeat, No publicity, until he gives the word.” অর্থাৎ যতক্ষণ না তিনি “প্রতিশ্রুতি/কথা দেন”? প্রশ্ন হচ্ছে, এখানে কোন “প্রতিশ্রুতি/কথা দেবার” কথা বলা হয়েছে?
1972.01.08 | বঙ্গবন্ধুকে লন্ডনে পাঠানোর সময় পাকিস্তানের গোপন চিঠিতে কোন প্রতিশ্রুতির কথা বলা হয়েছে? (মূল দলিল সহ)
1972.01.08, 1972.01.10, Bangabandhu, Documents, কারাজীবন (বঙ্গবন্ধু)