You dont have javascript enabled! Please enable it! 1971.03.23 | জয়বাংলা বাহিনীর প্যারেডে একটি মহিলা প্লাটুন সহ ১৫ টি প্লাটুন অংশ নেয় - সংগ্রামের নোটবুক

২৩ মার্চ ১৯৭১ঃ জয়বাংলা বাহিনীর প্যারেড

পল্টন ময়দানে জয়বাংলা বাহিনীর প্রথম সশস্র প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে একটি মহিলা প্লাটুন সহ ১৫ টি প্লাটুন অংশ নেয়। প্যারেডের সময় প্রস্তাবিত জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলনের সময় আকাশে ফাকা গুলি বর্ষণ করা হয়। গুলি বর্ষণের দায়িত্ব পালন করেন খসরু ও হাসানুল হক ইনু। প্যারেড পরিচালনা করেন কামাল উদ্দিন। প্যারেডে ৪ নেতা অভিবাদন গ্রহন করেন। কুচকাওয়াজের সময় মনোরম বাদ্যযন্ত্র বাজানো হয়। কুচকাওয়াজ শেষে সৈনিক কর্মীরা বিভিন্ন রণকৌশল প্রদর্শন করেন।