You dont have javascript enabled! Please enable it!

বিশ্বব্যাঙ্কের সহায়তায় দেশে আরও ৪টি সার কারখানা স্থাপনের উদ্যোগ

দেশে আরাে ৪টি সার কারখানা স্থাপনের জন্য সহজ শর্তে ঋণ দানের উদ্দেশে সরকার বিশ্বব্যাঙ্কের কাছে অনুরােধ জ্ঞাপন করার কথা চিন্তা করিতেছেন বলিয়া জানা গিয়াছে। খুব সম্ভব, রাষ্ট্রপতি বঙ্গবন্ধু এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছেন। তবে সমগ্র বিষয়টি বিস্তারিতভাবে আলােচনার জন্য তিনি অর্থমন্ত্রী ও শিল্পমন্ত্রীকে বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্টের সঙ্গে আলােচনার জন্য প্রেরণ করিতে পারেন বলিয়া সংশ্লিষ্ট মহল ধারণা করেন।
প্রস্তাবিত ৪টি সার কারখানা নির্মাণ করিতে প্রায় ৬ শত থেকে ৭শত কোটি টাকা ব্যয় হইবে। এই ৪টি সারকারখানায় ১২ লক্ষ থেকে ১৫ লক্ষ টন সার উৎপাদন হইবে।
উল্লেখযােগ্য যে, আশুগঞ্জ সার কারখানা নির্মাণে বিশ্বব্যাঙ্ক, পশ্চিম জার্মানী, বৃটেন, ফ্রান্স, ইরান, আমেরিকা ও সুইজারল্যাণ্ড সহজ শর্তে ঋণ দান করিয়াছে। এই কারখানা স্থাপন করিতে একশত ৪৫ কোটি টাকা ব্যয় হইবে ইহার বার্ষিক উৎপাদন ক্ষমতা ৬ লক্ষ টন হইবে।
প্রস্তাবিত অপর ৪টি নয়া সার কারখানা নির্মিত হইলে বার্ষিক কয়েকশত কোটি টাকার সার রফতানী করা যাইবে। এই ৪টি কারখানার বার্ষিক ২৫ লক্ষ থেকে ৩০ লক্ষ টন সার উৎপাদিত হইবে।

সূত্র: দৈনিক আজাদ, ১৯ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!