You dont have javascript enabled! Please enable it!

জগজীবন রামের ঢাকা ত্যাগ: চুক্তি স্বাক্ষরে সন্তোষ

বাংলাদেশে তিনদিন অবস্থান এবং গঙ্গানদীর পানি বন্টনের প্রশ্নে একটি চুক্তিমতে উপনীত হইবার পর ভারতের কৃষি ও সেচমন্ত্রী মি: জগজীবন রাম গতকাল অপরাহ্নে ঢাকা ত্যাগ করেন।
ঢাকা ত্যাগের প্রাক্কালে মি: রাম বিমান বন্দরে সাংবাদিকদের জানান, চুক্তি স্বাক্ষরের ব্যাপারে তিনি সন্তুষ্ট। তিনি বলেন এই চুক্তি স্বাক্ষরের ফলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরাে জোরদার হইবে। মি: রাম চুক্তি স্বাক্ষরের ব্যাপারে বঙ্গবন্ধু বাংলাদেশে তার প্রতিপক্ষ এবং অন্যান্য বিশেষজ্ঞদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, এটি উপমহাদেশের জন্য একটি দৃষ্টান্ত হিসাবে কাজ করিবে।

সূত্র: দৈনিক আজাদ, ১৯ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!