You dont have javascript enabled! Please enable it!

কুটির শিল্পের সম্প্রসারণ ব্যতিরেকে অর্থনৈতিক মুক্তি সম্ভব নহে –কামরুজ্জামান

গতকাল শনিবার অপরাহ্নে কুটির শিল্প কর্পোরেশনের কর্মচারী ইউনিয়ন কর্তৃক স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আয়ােজিত এক সভায় শিল্পমন্ত্রী জনাব এ, এইচ, এম, কামরুজ্জামান বলেন, বাংলাদেশের ৬৫ হাজার গ্রামে কুটির শিল্প গড়িয়া তুলিয়া দুঃস্থ মানুষের মুখে হাসি ফুটাইয়া তুলিতে হইবে। গ্রামে গ্রামে কুটির শিল্প গড়িয়া তােলার জন্যই কুটির শিল্প কর্পোরেশন গঠন করা হইয়াছে। প্রতিটি পরিবারে কুটির শিল্প স্থাপন করিয়া নিজেদের মুখে হাসি ফুটাইয়া তুলুক-ইহাই বঙ্গবন্ধুর ইচ্ছা। তাহার এই ইচ্ছাকে কার্যকরী করার জন্য কুটির শিল্প কর্পোরেশনকে দায়িত্ব দেওয়া হইবে।
শিল্প মন্ত্রী স্পষ্টভাবে ঘােষণায় করেন, কুটির শিল্পের প্রসার ব্যতিরেকে বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি সম্ভব নয়। কুটির শিল্পের মাধ্যমেই সাধারণ মানুষের আয়ের পথ প্রশস্ত করিতে হইবে। কুটির শিল্প স্থাপন করিয়া নতুন নতুন দ্রব্য উৎপাদন করিতে হইবে। তিনি বলেন, নতুন নতুন জিনিষ তৈয়ারীতে যে জাতি যত উন্নতি করিয়াছে, সেই জাতি ততই সমৃদ্ধিশালী হইয়াছে। বাঙালীরা চিন্তাভাবনা করিয়া নতুন জিনিস উদ্ভাবন করিতে পারে। জাপান আজ এশিয়ার গৌরব। জাপান পৃথিবীতে অন্যতম শীর্ষ স্থান অধিকার করিয়াছে। মূলে রহিয়াছে তাহার উন্নত কুটির শিল্প। কুটির শিল্পজাত দ্রব্য উৎপাদনে জাপান এক অতুলনীয় স্থান দখল করিয়া আছে। শিল্পমন্ত্রী আরাে উল্লেখ করেন যে, জাতির জনক বঙ্গবন্ধু দেশে সম্পদ সৃষ্টির জন্য সর্বাত্মক প্রচেষ্টা নিয়ােগ করার আহ্বান জানাইয়াছেন। আমাদিগকে নিজেদের মেধা ও ও উদ্ভাবনী শক্তি নিয়ােগ করিয়া কাজে আত্মনিয়ােগ করিতে হইবে।
জনাব কামরুজ্জামান বলেন, অভূতপূর্ব মেধার দ্বারা যিনি জাতিকে দান করিতে পারিবেন, তাহাকে আরাে যােগ্যতার আসন দেওয়া হইবে। দৈনন্দিন প্রয়ােজন মিটাইয়া মেধার স্বীকৃতি দানের প্রশ্নকে প্রাধান্য দেওয়া হইবে।
শিল্পমন্ত্রী বলেন, আমি নীতিগতভাবে সমাজতন্ত্রে বিশ্বাসী। তবে যে কাজ করে না, তার সাথে আমার বন্ধুত্ব হইতে পারে না। কুটির শিল্প কর্পোরেশন জাতির জনকর মানসপুত্র। ইহা বাংলাদেশের দুঃস্থ মানুষের সেবা করিবে বলিয়া তিনি বিশ্বাস করেন।
বাংলাদেশ সরকারের শিল্প সচিব জনাব গােলাম মােস্তফা বলেন যে, বঙ্গবন্ধুর মহান নেতৃত্বে কুটির শিল্প সম্প্রসারণের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাইতে হইবে।

সূত্র: দৈনিক আজাদ, ২০ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!