নবীনবরণ অনুষ্ঠানে ড: মতিন
অর্থনৈতিক উদ্ভিদ বিদ্যার উপর গুরুত্ব দেওয়ার আহ্বান
দেশের ক্রমবর্ধমান খাদ্য সমস্যা সমাধানে ও ভূমির যথার্থ ব্যবহারের জন্য তাত্ত্বিক উদ্ভিদ বিদ্যার চেয়ে ফলিত ও অর্থনৈতিক উদ্ভিদ বিদ্যার উপর অধিক গুরুত্ব দেওয়া উচিত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিদ্যা বিভাগের বিদায়ী সম্বর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানে ভাষণদানকালে উপাচার্য ড: আবদুল মতিন চৌধুরী এই কথা বলেন। বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর এ, কে এম, নূরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
উপাচার্য বলেন, খাদ্য ও অন্যান্য অর্থনৈতিক ফললাভের জন্য সমুদ্র ও নদীগুলিকে কাজে লাগাইতে হইবে এবং ইহার জন্য শক্তিশালী হাইড্রোবাইলজী বা হাইড্রোবােটানী বিভাগের প্রয়ােজন। তিনি বলেন, যদি সম্ভব হয় অদূরভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে পৃথকভাবে একটি ফলিত উদ্ভিদ বিদ্যা বা অর্থনৈতিক উদ্ভিদ বিদ্যা বিভাগ খােলা হইবে।
অনুষ্ঠান শেষে উপাচার্য্য বিভাগীয় সাহিত্য সাংস্কৃতিক ও আভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযােগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
সূত্র: দৈনিক আজাদ, ২০ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত