You dont have javascript enabled! Please enable it!

বাকশাল আয়ােজিত বর্ষবরণ অনুষ্ঠানে উপ-রাষ্ট্রপতি
দ্বিতীয় বিপ্লবের আদর্শ বাস্তবায়নই হউক নববর্ষের দৃপ্ত শপথ

আনন্দঘন পরিবেশে এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে গত মঙ্গলবার ঢাকাসহ বাংলাদেশের সর্বত্র পহেলা বৈশাখকে বরণ করিয়া লওয়া হয়।
এ উপলক্ষে ঐদিন সন্ধ্যায় মহিলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ আয়ােজিত এক আলােচনা সভায় উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম নববর্ষের শপথ হিসাবে দ্বিতীয় বিপ্লবকে সফল করিয়া তােলার জন্য সকল শ্রেণীর জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ এবং উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আমাদের অধিক পরিমাণের জাতীয় ঐক্য প্রয়ােজন। তিনি বলেন, নিষ্ঠা, ত্যাগ তিতিক্ষার মাধ্যমে যদি আদর্শ ও উদ্দেশ্যাবলী বাস্তব রূপ দেওয়া যায় তাহা হইলে সুখ ও সমৃদ্ধিতে দেশ স্বয়ংসম্পূর্ণ হইয়া উঠিবে।
আলােচনা সভায় সভাপতিত্ব করেন বাকশাল নেতা জনাব জিল্লুর রহমান। আলােচনা করেন। আওয়ামী যুবলীগ নেতা শেখ ফজলুল হক মনি, প্রফেসর জিল্লুর রহমান সিদ্দিকী, ড: মনিরুজ্জামান প্রমুখ।
উপরাষ্ট্রপতি বলেন, গেল বছরের অভিজ্ঞতা হইতে আমাদেরকে ভবিষ্যতের শিক্ষা গ্রহণ করিতে হইবে। এবং সেই অভিজ্ঞতাকে কাজে লাগাইয়া আমাদের ভবিষ্যৎ জাতীয় পুনর্গঠনের কাজ করিয়া যাইতে হইবে।

সূত্র: দৈনিক আজাদ, ১৭ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!